এ তুমি কেমন তুমি
এ তুমি কেমন তুমি


এ তুমি কেমন তুমি ---
ক্ষুদ্রাতিক্ষুদ্র বীজের অন্তরালে মহীরুহের রসদ হতে,
শৃঙ্খলিত পিঁপড়ের মুখচুম্বনের বিরল বিশ্বাস হতে,
পশুর পশুত্বে,
প্রজাপতির মায়াবী সৌন্দর্যৈ,
সকাল সন্ধ্যায় ফুলের সুবাস হতে,
মানুষের মনের আহ্লাদে,
জন্তু জানোয়ারের হর্ষে,
হৃদয়ের প্রস্ফুটিত প্রেম-পদ্মে,
বিবেকের বিজয়রথে,
মনুষ্যত্বের মিনারে,
নিষ্কলুষ ভালোবাসায়,
জীবনের পদে পদে
ধর্ম তুমি বিরাজমান শিরদাঁড়া উঁচিয়ে!
তবে এ তুমি কোন ধর্ম---
নৃশংস পশুহত্যায়
কিংবা খাঁচায় বন্দী পাখির সাথে,
এ তুমি কোন ধর্ম---
নির্বিচারে বন নিধনে,
অনাচারে অপব্যবহারে,
অন্যায়ে অপবাদে,
কিংবা অবলীলায় জীবনাবসানে,
এ তুমি কেমন তুমি!
এ তুমি কেমন তুমি!!