STORYMIRROR

TUHIN SAJJAD SK

Abstract Classics

4  

TUHIN SAJJAD SK

Abstract Classics

বর্ষার মজা

বর্ষার মজা

1 min
356

বৃষ্টি পড়ে ছাদের পরে

টাপুর টুপুর ছন্দে,

খালের ধারে ব্যাঙ ডাকে সব

মনের আনন্দে,

হাঁস গুলো সব পুকুর পাড়ে

চরছে আপনমনে,

বক গুলো হায় দাঁড়িয়ে আছে

তাকিয়ে জলের পানে,

মাছরাঙাতে ছৌ মেরে দে ছুট

ধরছে মাছখানি,

চাতক পাখি চাইছে মেঘ

আরও আরও পানি।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract