মনের বিকার
মনের বিকার


তুমি আর আগের মতো হাসো না,
তোমার অট্টহাসিতে আজ আর মুক্তো ঝরে পড়ে না—
তোমার চোখে মুখে প্রতিযোগিতা, প্রতিশোধ আর প্রতিহিংসার ছাপ,
তুমি অকারণে অহেতুক অতিরিক্ত সচেতন,
অন্তরে অন্তরে তোমার শুধুই অর্থের চাপ—
তুমি আর আগের মতো রোদ গায়ে মাখো না,
ভূলে গেছো সরষের তেল মাথায় পুকুর নদীতে ডুব দিতে—
শীতের সকালে কলাইয়ের বড়ি দিয়ে কড়কড়া ভাতের স্বাদ তোমার মনে নেই,
রাতে শোবার আগে পায়ের তলায় রসূন-তেল আজ বড্ড নোংরামি!
সকালে আজ আর পান্তা ভাতের বালাই নেই,
এখন চায়ের কাপে তুফা
ন আর কফির মগে কেরামতিই তোমার জীবনের সব!
হাত দিয়ে ভাত খাওয়া আজ তোমার কাছে লো-ক্লাস!
আজ আর মায়ের হাতে খাওয়ার বায়না টুকুও করো না —
তুমি জানো কোনটা ঠিক আর কোনটা ভূল, তবুও তুমি মুখে কিছু বলনা —
আমি বুঝি, তোমার মন গুমরে গুমরে উঠলেও, আধুনিকতার ভড়ন কম হয় না!
কে দিয়েছে দিব্যি —
ওদের তালে চলতে গিয়ে সুস্থ শরীর, সুস্থ মনের ব্যামো বাঁধাও —
মাথার উপর ভারী বোঝা নামিয়ে দাও —
জয় হউক
নিজের পরিচয় নিজের প্রকৃতি নিজের সত্বা
চটকদারির পর্দা সরাও, সুদ্ধ করো নিজের আত্মা।