ভবিষ্যৎ
ভবিষ্যৎ


আজ রবীন্দ্রনাথ নেই ---
নেই উদ্ভিদ প্রেমী বলাই!
আজ জগদীশচন্দ্র নেই ---
নেই গাছের ডাক শোনার বালাই!
আজ নজরুল নেই ---
নেই সাম্যের গান ভাসি!
আজ বনফুল নেই ---
নেই মানুষ ও পশুর ভালোবাসাবাসি!
আজ শরৎচন্দ্র নেই ---
নেই সহজ সরল গ্রামবাসী!
আজ গ্রাম শহর হয়েছে,
বড় বড় ইমারত মাথা উঁচু করে উঠেছে,
আজ উন্নত প্রযুক্তির ব্যবহার ও বিশ্বায়ন,
হচ্ছে জলবায়ু পরিবর্তন থেকে বিশ্ব উষ্ণায়ন!
প্রকৃতি আজ বিষবাষ্পে ভরে গেছে,
মানুষে মানুষে আগ্রাসনের লড়াই শুরু হয়ে গেছে;
আজ শুধু ফেসবুক, হোয়াটসঅ্যাপ
হ্যালো, হাউ আর ইউ আর হাউজ দ্যাট!
চাই শান্তি, আরও আরও শান্তি---
সভ্যতা এখন অতিযান্ত্রিক, আলস্যের বাড় বাড়ন্তি!
জীবন এখন উইঢিপি, রোগের আস্তাবল,
লুকিয়ে আছে মারণ ব্যাধি দেবে ছোবল।
উন্নয়নের নামে আজ সভ্যতা বড়ই চিন্তিত,
অচিরেই হবে কি সভ্যতার শেষ?
সবই কি ক্ষতিগ্রস্ত!!!