STORYMIRROR

TUHIN SAJJAD SK

Abstract Fantasy

3  

TUHIN SAJJAD SK

Abstract Fantasy

বন্ধু তোমারে কুশল জানাই

বন্ধু তোমারে কুশল জানাই

1 min
240

সকাল দুপুর কিংবা সন্ধ্যায়

জনতার ভিড়ে কিংবা নিরালায়

ওহে প্রিয়ো, তোমারে খুঁজিয়া পাই

ওই নিবিড় বন্ধু সত্ত্বায় কিংবা অদ্ভুত ব্যক্তিত্ব মহিমায়

মনের মাঝে তুমি নিয়েছ যে ঠাঁই

তোমারে কি চাইলেই ভোলা যায়

বছরের শুরু কিংবা শেষ মহড়ায়

দিয়েছ সঙ্গ অনাবিল মধুরিমায়

যুদ্ধ হানিয়াছ আমাদেরই রক্ষায়

হয়েছ অভিভাবক জরুরী অবস্থায়

টিফিন করেছ শেয়ার অপরাহ্নে আবেলায়

ছাতা হাতে ছিলে বৃষ্টির অপেক্ষায় 

সামান্য হাঁচিতে কাশিতে নিয়ে গেছো আরোগ্যশালায়

সামান্য অজুহাতে ভরিয়ে দিয়েছো জীবন ভালোবাসায়

তুমি জীবন তুমি প্রাণ তুমি বন্ধু অবলীলায়

এই পুরানো নতুন বছরের মহরতে তোমারে কুশল জানাই।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract