STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational

5  

Manik Goswami

Classics Inspirational

প্রার্থনা

প্রার্থনা

1 min
851

প্রার্থনা 

মানিক চন্দ্র গোস্বামী 


তুমি সুন্দর করো, নির্মল করো,

নিষ্পাপ করো মন;

দূর করি দিও এই হৃদয়ের 

আঁধার আস্তরণ। 

খুলে দাও তুমি চোখের পাতায়,

প্রসারিত করো দৃষ্টি;

আন্তরিক তব সহায়তা চাই

অমলিন হোক কৃষ্টি। 

দাও তুমি প্রভু উন্নত করে

বিবেক, বিচারধারা;

শুদ্ধ চিত্তের প্রার্থনা আনুক 

প্রাণের সহস্রধারা। 

উন্মুক্ত করে দাও প্রভু 

হস্তের বন্ধন,

একে অন্যের অনুরাগী রই,

একগৃহে রন্ধন। 

শৃঙ্খল ডোর খুলে দাও প্রভু,

ফেরাও প্রাণের সুধা,

সজীব করো গো মানব সত্ত্বা,

ভক্তিরসে ভরুক বসুধা।

দাও তুমি নব চিন্তাধারা,

ঝরণার মতো স্বচ্ছ্ব, 

শুদ্ধ হউক মলয় বাতাস,

মমত্ব হবে না তুচ্ছ। 

একে অন্যের সহযোগী হই,

স্নেহ বন্ধন ডোরে,

সামান্য মোর প্রার্থনা প্রভু,

দাও গো পূরণ করে। 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics