এলোমেলো জীবন
এলোমেলো জীবন
এলোমেলো জীবন
মানিক চন্দ্র গোস্বামী
তোমরা কেমন শান্ত রয়েছো,
নেই কোনো প্রতিবাদ,
হঠাৎ কিভাবে খাঁটি সোনায়
মিশে গেলো বড় খাদ।
অন্যায় কত বেড়ে গেছে দেখি
লিপ্ত অসৎ কাজে,
ভদ্রতারই মুখোশ আড়ালে
পাপের নাকাড়া বাজে।
ঘৃণা ভরা কূট চাহনির মাঝে
প্রকাশিছে বৈরীতা,
মনুষ্যত্বের বিসর্জন সাথে
বিলুপ্ত চারিত্রিক নম্রতা।
বেড়ে চলেছে মনের দূরত্ব,
ভেঙে যায় সুদৃঢ় বন্ধন,
রোষানলের কোপের মুখে
নিশ্চল জীবন স্পন্দন।
ভাইয়ের কষ্টে বিচলিত নয়
পাষান হয়েছে বুক,
মার্জনা, ক্ষমা অভিধানে নেই
যদি ঘটে ভুলচুক।
সোনার গরিমা ম্লান হয়েছে,
মিশেলের কদর বড়,
মাথায় চড়ে নাচছে মানুষ
শাসন কেন শিথিল করো।
উচ্চ নীচের শ্রেণীবিন্যাসে
বিভেদেরই পাঁচিল গড়,
প্রলোভনের সুড়সুড়িতে
লোভ, লিপ্সা হচ্ছে দড়।
ক্ষোভে, দুঃখে হতাশ প্রাণে
ভরদুপুরে আঁধার এলো,
স্বজন বিরোধী যন্ত্রণাতে,
মানব জীবন এলোমেলো।
