STORYMIRROR

Manik Chandra Goswami

Classics Inspirational

4  

Manik Chandra Goswami

Classics Inspirational

মর্ত্যের পারিজাত

মর্ত্যের পারিজাত

1 min
15

 মর্ত্যের পারিজাত
মানিক চন্দ্র গোস্বামী


মর্ত্য কাননে ফুটলো পারিজাত,
স্বর্গের ফুল প্রস্ফুটিত ঘরে,
রূপের ডালায় সজ্জিত মানবী,
সুবাস ছড়ালো দারিদ্র্যের সংসারে।

আঁধার ঘরে আলোর রোশনাই,
জোৎস্নার হাসি কাজলকালো চোখে,
সুদিন এলো অমানিশার ভোরে,
প্রশান্তির মাদল বাজে বুকে।

কন্যারত্ন জন্ম নিয়েছে ঘরে,
পরম প্রাপ্তি দেবতা আশীর্বাদে,
মনের মাধুরী মেদুর মোহিনী
মনিমালার আগমন সংবাদে।

গ্রীবায় ঝোলানো পুষ্প মনিহার,
কর্ণের শোভা পারিজাতের দুল,
শ্বেত শুভ্র লাবনী বিথীকায়
মাথার মুকুট কৃষ্ণকালো চুল।

লক্ষ্মী বসতি গরিব চালাঘরে,
দুঃখের দিন ডুবলো অতীতে,
পারিজাতের সুগন্ধ বাতাসে বয়ে,
নির্মল হলো পরিবেশ ধরণীতে।

প্রয়োজন শুধু লালন সযত্নে,
ঘৃণার বস্তু কোরোনা কোনোদিন,
মর্যাদাটুকু প্রাপ্য হিসেবে দিলে
চিরাগ রোশনী রইবে অমলিন।


Rate this content
Log in

Similar bengali poem from Classics