কথোপকথন
কথোপকথন


একটু হাসো!
- তুমি আমার হাসির কারণ হয়ে এসো
হাস্যকর মাদারির বাঁদর বুঝি আমি!
- হাসতে চাওয়ার অনধিকার ইচ্ছে তুমি, তুমি খুউউউব দামী!
মিষ্টি কথায় অপমান করছো?
- অযথা শব্দ- জব্দের খেলা ভুলতে চাইছি, কথার কথাগুলো স্বেচ্ছামৃত্যু চায়, এক উলঙ্গ মন এক ক্ষয়াটে শরীরের সাথে হাসতে হাসতে হয়তো এই প্রথমবার তোমার সাথে ভালো থাকা যায়