অলীক সুখ
অলীক সুখ


তোমার সাথে আমার খুব মিল
দুঃখের দিন
তোমার সাথে আমার দেখা নেই
অ-সুখের ঋণ
তুমি আমি ছায়া যেন শহরে আজকাল
আমার স্পর্শ পায়না খুঁজে তোমার মনের তল
অপরিচিত তুমি তখন
অজান্তে তবু আমরা পরিচিত গানের সুর
জনবহুল সমুদ্র পেরিয়ে
একাকী চুম্বন
ভালো থাক এমন সব অলীক সুখ