STORYMIRROR

Deepsikha Bhattacharya

Classics

3  

Deepsikha Bhattacharya

Classics

অর্বাচীন

অর্বাচীন

1 min
759

ভালো নেই বলতে বাধা কোথায়! 

ভালো নেই সেতো বহুযুগ থেকেই 

তবু ভালো থাকবো এই ভেবে রোজ

বোকার মতন সাহস দেখিয়েছি


আমি সব পারি 

আমার তো সব পারার কথা ছিলোনা!

তবু রোজ আমি সব পারার চেষ্টায় অনেক সহজেই অসফল হয়েছি

ভালো নেই... বলিনি ভেবে হয়তো আমি আত্মসুখী বড্ডো 

আত্মগ্লানি বেচে ভিড়ের সাথে সম্পর্ক চাইছি 

ভালো নেই বললে আমি স্বার্থপর, 

দুঃখবিলাসিনী এক অলস অস্তিত্ব


ভালো আছি বলতে বলতে 

বোধ হারিয়েছি অবশেষে 

জড়ভরত মন বোঝেইনি 

সব ভালো আমার জন্যে ভালো না 

সব পারার উর্ধে 

আমি কত কিছু সহজাতভাবে পারিনা, সেটাই মুক্ত


বেচে দিয়েছি অক্ষমতার ক্ষমতা কবেই!

শুধু “ভালো নেই” বলতে না পারার গ্লানিটুকু 

আঁকড়ে 

আমি তোমাদের চোখে খুব ভালো সেজে আছি  ।


Rate this content
Log in

Similar bengali poem from Classics