Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Manjula Acharya

Classics

4.6  

Manjula Acharya

Classics

চিঠি

চিঠি

1 min
510


ওরে আমার চিঠি

    কোথায় তুই হারিয়ে গেলি

          পাই না তোর দেখা

কোথায় পাবো চিঠির ভাষা

      মনের কোণায় কত আশা

           প্রিয়জনের হাতের লেখা

মিষ্টি-মধুর অপেক্ষা কত

      পোস্টম্যানের ঘন্টি শুনে

            গেটের দিকে ছুটে যাওয়া

ওরে  চিঠি তোর মত সাথী

        আছে না কি কেউ

             এই মুখোশ পরা দুনিয়ায়

প্রাণের আবেগ ভালোবাসা

        যতন করে শব্দ গাঁথা

             মন ছোঁয়া স্মৃতি কত

কত নিবিড় মুহূর্তে

        নিঃশব্দ নীরবে নির্জনে

              ছিল তোর আনাগোনা

সময়ের স্রোতে বয়ে গেলি

        যেতে যেতে তুই গেলি বলে

              অন্যরূপে আসবি চলে

তোকে যে খুব মনে পড়ে

        আজ এই ইনস্ট্যান্ট যুগে

              পাইনা যে তোরে খুঁজে

আজও সযত্নে রাখা যে তুই

         সময়ের পদচিহ্ন আঁকা বুকে

               বারবার পডি যে তোকে

সজল নয়নে তোর ছবি

         আকুল মনে ঢেউ তোলে

             হারানো দিনের কথা গো বলে।।

  


Rate this content
Log in