STORYMIRROR

Sipra Debnath

Abstract Classics

4  

Sipra Debnath

Abstract Classics

নেই আর আগের মতো

নেই আর আগের মতো

1 min
414

****নেই আর আগের মতো****

ফাগুনের মনে নেই এখন আর

আগের মত সেই রঙ্গিন বাহার ,

নেই সেই আগুনঝরা রঙের সমাহার।

শ্রাবণের হাতে সে আক্রান্ত

বৃষ্টির রোষে সে নিজের ঘরে

দরজায় খিল এঁটে ঘুমন্ত,

মন নাকি তার বিষাদে ভারাক্রান্ত!

তার আবেগ হারিয়ে ফেলেছে

হয়তো তাই অন্যের বশে চলে যাচ্ছে।

পলাশ শিমুল কৃষ্ণচূড়া!

ওরাও ভুলে গেছে হাসতে

বকুল ও ভূলেছে হাওয়ায় গন্ধ ছড়াতে,

নিজের কাজ তাকে আজ মনে করাতে হচ্ছে।

হবে এক হচ্ছে আরেক যত্ত অনাসৃষ্টি!

আকাশও মেঘকন্যার প্রকোপে 

নিজের নীল কে ভুলে গেছে,

নিজেকে কালো করে নিয়েছে,

যেন সে কালো মেয়ের গোমড়া মুখের মত

তার চেহেরাও হাড়ি করে রাখতে হবে।

যত্তসব! আরে বাব্বা, যে যার মতো থাকো না

অন্যের থেকে কিছু অবশ্যই নেবে,

তাই বলে তার বশীভূত হয়ে যাবে!

ধেত্তেরি! এসব আর কত ভাল লাগে?

মানুষ যেমন গিরগিটি হয়ে যাচ্ছে

তেমনি প্রকৃতি ও তার চরিত্র পাল্টাচ্ছে।

কোথাও যেন কিচ্ছুটি আর ঠিক নেই

এক থেকে অন্য বিচ্ছিন্ন,

কারো সাথে কারো মনের ভাব নেই

সব লোক দেখানো।

শান্তি যেন কোথায় উধাও

এত্তসব দেখে থাকবে কি করে?

নিরুপায় তো সেও।

সুখ চোখ বুজে না দেখার ভান করে,

শোক দরজা ঠেলে ঢুকতে চায় ঘরে।

মিথ্যে মিথ্যে লাভ রিআ্যকশন 

দেখানো শান্তির বার্তা পাঠান

ভেতরে অশান্তির বীজ বোনেন।

সব কিছুই ভাইরাল হয়

প্রেম প্রীতি সাম্য মৈত্রী ঐক্য

 আর মানবতা ভাতৃত্বের বন্ধন

 শুধু এসবই বুঝি হয় না?


© Sipra DebnathTultul.

**********************


Rate this content
Log in

Similar bengali poem from Abstract