STORYMIRROR

Sipra Debnath

Action Classics

4  

Sipra Debnath

Action Classics

অস্ত চেতনা

অস্ত চেতনা

1 min
5

-অস্ত চেতনা -
শহর বা গাঁ এখনো আরমোড়া ভেঙে ঘুম থেকে জেগে উঠতে পারেনি। জেগেছে শুধু চাহিদা,চেতনা অস্ত গিয়েছে। বসন্ত আসে আর যায়, তাকে আটকানোর চেষ্টা হয় না। সৌন্দর্য পিপাসুর তুলনায় কামনায় পিপাসা বেশি। জাহাজের তলায় ফাটল তাতে সমুদ্রের কি দোষ হেলে দুলে এপাশ ওপাশ ফিরতে ফিরতেই বেলা শেষ। মরুভূমির রাস্তা জুড়ে ক্যাকটাস- কোমল ফুল চাষ হয়নি যে আদুরে স্পর্শ দিতে পারে। উত্তপ্ত বালুচর, তেষ্টা আছে জল নেই।। ছায়া দেওয়া বটবৃক্ষ অধোবদনে- মিঠে বাতাসের প্রতি অনীহা প্রত্যক্ষে তার বুকের ভেতরটাও চিনচিন করে ওঠে দুমড়ে মুচড়ে যায় ব্যথা দলা পাকিয়ে উঠে। ইচ্ছে করেই কেউ কেউ ধৃতরাষ্ট্র হয় গান্ধারী হয় দূর্যোধন হয়। দ্রৌপদীর প্রতি লোভ। অর্জুনকে কেউ চায় না।
 ©Sipra Debnath Tultul.


Rate this content
Log in

Similar bengali poem from Action