STORYMIRROR

Priyanka Dhibar

Action Classics Inspirational

4  

Priyanka Dhibar

Action Classics Inspirational

রাঙা মা

রাঙা মা

1 min
269


শ্যামা মায়ের আগমনে উঠল জ্বলে দীপ,

বড়ো বাড়ির দ্বারে সাজলো রঙিন রঙিন প্রদীপ ।

তুই কালো মা, রাত কালো মা নেই তাতে কোনো দ্বিধা,

শুধু আমার রং কালো হলেই কিসের এত বঞ্চনা সদা ?

কালো বলে মা মন্ডপ থেকেই সরিয়ে দিল আমায়,

মন্দিরেতেও তোর চরণে আমার কি হবে না ঠাঁই ?

সয়ে গেলাম কত কাল চোখ করে তবু ছলছল,

দীপের আলোয় চারিদিক কই আর হল উজ্জ্বল ?

সাদা লোকের কালো মন তবু কেন দিস না সাজা,

আমরা কি তবে সত্যি সত্যিই এ সমাজের বোঝা?

সাদা হল শুভ আর কালো নাকি অশুভ,

োর বেলায় কেন তবে মা এসব কথা দুর্লভ ?

তুইও তো মা আমারই মতো তবু তোরে রাঙা বলে,

বুঝি না মা লোকে তবে আমায় কেন দূরে ঠেলে?

তোর জন্য মা এত এত সাজ, রঙ বেরঙের ফুল,

এ সমাজের চোখে কেন শুধু আমার জন্য সব ভুল?

তোর জন্য মা অঢেল টাকার হয় আয়োজন,

বল না মা আমাদের তবে নেই কেন প্রয়োজন?

বছর ঘুরে প্রতিবারই আসে এই আলোর উৎসব,

আলোকিত হয় না কভু মানব জাতির কালো মন সব।

রাঙা মা তোর রাঙা চরণ চিরকাল রাঙা হয়েই থাক,

প্রার্থনা শুধু তোর কাছে মা, সমাজের সব কালিমা ঘুচে যাক ।


Rate this content
Log in

Similar bengali poem from Action