STORYMIRROR

Sipra Debnath

Tragedy Action Classics

4  

Sipra Debnath

Tragedy Action Classics

প্রতিমূর্তি

প্রতিমূর্তি

1 min
326

 ভালোবাসা আঘাত কুড়িয়ে পাওয়ার প্রথম ধাপ

বিশ্বাসও পরবর্তী মানসিক ক্ষতির সম্মুখীন হওয়ার পূর্বাভাস।

মিথ্যের ঝনঝনানি শব্দের বিচরণ মস্তিষ্কে সারাক্ষণ 

আগুনের ফুলকি হয়ে সময় যাতনাময় করে দেয়

সেসব সুখক্ষণ।

সমস্ত পৃথিবী একদিকে

তুমিও ছিলে এ কথা বলবো না

বলব অন্যদিকে আরেকটা পৃথিবী তুমি এখনো।

থাকবে যতদিন আছি।

 তবে পৃথিবীটাই যদি সরে যায়, অসহনীয় হয়

 সেই পৃথিবীর মানুষটি কি করে বেঁচে থাকবে।

 সারা জীবনের কথা বলেছিলে না?

 বছরের মাঝখানেই তো কত সঙ্গীর বদল করলে

 কত কথা জেনেছি সবটাই তোমার মুখে।

 বিশ্বাস ছিল বলেই ভালো মন্দ সবটাকেই সত্যি ভেবেছি।

 শুধু মেনে নিতে পারিনি যে সব জায়গা গুলোতে

 মন কিছুতেই মানতে নারাজ ছিল।

 ভালবেসেছি বলেই প্রতিবাদ করেছি

 ভালো লেগেছে যখন দেখেছি নিজের নামটাই পাল্টে নিলে,

 ভালো লেগেছে একের কথা অন্যত্র আদান-প্রদান।

নিটোল ভালোবাসা চেনো তুমি??? এখানে তারই প্রতিমূর্তি দাঁড়িয়ে অপেক্ষায় 

যথেষ্ট আশ্চর্যান্বিত হয়েছি, কি কথা বলা মানুষ কি কাজ করলে।

আরো ভালো লেগেছে যখন বুঝতে পেরেছি...

ভালো লেগেছে তোমাদের অটুট বন্ধন দেখে 

যখন একত্রে এসে মন্তব্য করে গেলে।

ভালবেসেছি বলেই এত কিছু

নয়তো কারো চরিত্র স্খলনে অন্য কারো থুরি কিচ্ছুটি বয়ে যায়?

হোক হাজারো কষ্ট তবুও তোমার ভালো থাকাটাই আমার ভালো থাকা। 

কে কবে মৃত নদীর সাথে নিজেকে জড়িয়ে রেখেছে।

কে কবে তার বুকে আগলে ধরে রেখেছে,,,,,

মৃত নদীতে প্রাণ সঞ্চার করার মতো কঠিন কাজতো সুখবিলাশী রোমিওর জন্য নয়।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy