শহীদের ঘরে উৎসব
শহীদের ঘরে উৎসব


তোমার মায়ের পূজোর বাজার,
আনন্দ গান রাশি,
আমার মায়ের ঘুচলো সিঁদুর,
মুছলো মুখের হাসি ৷
তোমার নতুন জামা ম্যাচিং হয়নি—
বাবার উপরে রাগ,
আমার বাবার উর্দির ভাঁজে
কাঁচা রক্তের দাগ ৷
তোমাদের মা সিঁদুর খেলেন
শুভ বিজয়ার দিনে,
আমার মায়ের বোধনের সুর
মিলেছে বিসর্জনে ৷
আমার দীওয়ালী রাতের আঁধারে,
তোমার দুয়ারে আলো ,
আমার নিশাসে বারুদের ঘ্রাণ
তুমি মোমবাতি জ্বালো ৷
ভালো থেকো সব নিরাপদে থেকো,
উৎসবের এই দিন—
তোমাদের হয়ে চুকিয়েছে বাবা
ভারত মাতার রিণ ৷
পূজোর থালায় মিষ্টি বাতাসা
নৈবিদ্যের ফল—
শহীদের খাতে বরাদ্দ হোক
দু ফোঁটা চোখের জল ৷৷