ফেক নিউজ
ফেক নিউজ


শুনতে পেলাম চ্যানেল খুলে,
নর্থ পোলেতে আগুন জ্বলে|
অ্যাসট্রয়েডের গুঁতোয় নাকি,
বিশ্ব এবার রসাতলে!!
মিসাইল ওই আসছে তেড়ে,
দূর আকাশের চাদর ফেঁড়ে|
ভীম ভয়ানক জলের তোড়ে,
মানব জাতির চিহ্ন ওড়ে!!
হোয়াটস আপ এর খবর দেখে,
ভয়ে মাথার চুল খাড়ায়|
নিত্য নতুন ভাইরাসেতে,
প্রাণের প্রদীপ নিভলো প্রায়!!
রোগ জীবাণুর থেকেও রোগের
ভয়টা ছড়ায় তড়িঘড়ি|
ওষুধ ওয়ালা মাখে তেল,
আমরা ফেলি গাঁটের কড়ি|
ভয়ের খবর, ভয়ের ছবি,
ভয় কে দেখাও বারবার|
ভীষণ ভয়ের রমরমিয়ে,
চলছে ভয়াল কারবার|
নেট দুনিয়া সেই ভয়েরই
বেচা কেনার জন্য,
মিথ্যে ভয়ের দোকান ঘরে,
তুমি আমি পণ্য |
তাইতো বলি বেরোও কেটে,
মিথ্যে ভয়ের ফাঁদ,
ভয়ের চোটে ভয় পালাবে,
মিথ্যে কে তুই বাঁধ|
এস সবাই দিই ছড়িয়ে,
সবুজ সত্যি সংসারে|
জাব্দা তালা দিই লাগিয়ে
মিথ্যে কথার কারবারে|