STORYMIRROR

Amit Ghosal

Drama Tragedy Inspirational

3  

Amit Ghosal

Drama Tragedy Inspirational

পাঁচটা কখন বাজে!!

পাঁচটা কখন বাজে!!

1 min
228



শুক্র বারের ভরদুপুরে মন নেই তো কাজে,

স্মার্ট ঘড়িটা বেজায় ঢ্যটা, পাঁচটা কখন বাজে!

কাজের ফাঁকে 'ডেটের' ডাকে সুন্দরী ওই মজে,

দুচ্ছাই আর ভাল্লাগেনা, পাঁচটা কখন বাজে!


লকডাউনের জ্বালায় করি বাড়ির থেকে কাজ,

শুক্রবারের সন্ধে বেলা, বাইরে যাবো আজ। 

তুমুল মস্তি, খানা পিনা চলবে বাগান মাঝে,

 দুচ্ছাই আর ভাল্লাগেনা, পাঁচটা কখন বাজে!


রাত ফুরোলে যে মেয়ে রয় রাতের অপেক্ষাতে,

কভিড কালে কেউ আসেনা, ভাত জোটেনি পাতে। 

কোটরগত চোখ দুখানি কাজলে আজ সাজে,

আসবেতো কেউ শুক্র সাঁঝে, পাঁচটা কখন বাজে!


ঠ্যালায় ভরা পাউরুটি ডিম্ পড়ে থেকে পচে,

বাবুরা সব অনলাইনে, পিজাই তাদের রোচে। 

দু চারটে ডিম্ তোমরা কেনো, আমার ছেলে বাঁচে,

বিকোয় যদি শেষ বিকেলে, পাঁচটা কখন বাজে!


ভ্যানওয়ালা আর পাচ্ছেনা আজ, হারিয়েছে সব জোর,

শ্মশান, মর্গ আর শ্মশান করে দিবস রাত্রি ভোর। 

গা খানি তার খানিক গরম, ব্যাথা বুকের মাঝে,

শ্মশান থেকে সোজা বাড়ি; পাঁচটা কখন বাজে!


হাসি মুখের ডাক্তার টি আর পেলোনা পার,

বুঝলো সে যে ডাক এসেছে, নেইতো উপায় আর। 

হাঁটি হাঁটি পা পা তার ছোট্ট পুতুল সাজে,

আসবে বাবা আজ বিকেলে পাঁচটা কখন বাজে!


Rate this content
Log in

Similar bengali poem from Drama