Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Sankha Subhra Biswas

Tragedy Drama

4  

Sankha Subhra Biswas

Tragedy Drama

মজুর কিষাণের কবিতা

মজুর কিষাণের কবিতা

2 mins
1.0K


এই ভারত বানায় কিষান-মজুর,পুঁজির দালাল (আদানি-আম্বানি) নয়,

দিন ভরে শুনি মজুরের গান, রাত্রি সকাল হয়,

এই দেশ আলো হয় শ্রমিকের ঘামে,ত্রিফলা আলোয় নয়,

সারা বিশ্ব শ্রমিকের কাছে মাথানত করে রয়।

এই চিট ফান্ড যাবে নবান্ন আর গুজরাট দাঙ্গায়

এই শোষণের রীতি রুখবো মোরা যাবে যদি প্রাণ যায়,

বিকাশের নামে চলছে দেশে দাঙ্গার চক্রান্ত,

প্রতিরোধ নিতে জাগবো মোরা, রইবো না আর শান্ত,

এসো শ্রমিকের ডাকে এক হই মোরা, এক সাথে পথে লড়ি,

জাগো জাগো, আজ মজুরের লড়াই গড়ে তোলো,

জাগো জাগো, আজ কিশানের লড়াই গড়ে তোলো।

জাগো জাগো, আজ মজুরের লড়াই গড়ে তোলো,

জাগো জাগো, আজ কিশানের লড়াই গড়ে তোলো।


আজ নব্বই ভাগ ভুখা পেটে রয়, আমাদের এই দেশে

দেখো যুদ্ধ নেশায় মেতেছে সবাই ক্ষুধাতুর এই দেশে,

আজ দেশপ্রেমের মোড়কে মোরানো রাম নাম বলিকাঠে

কিষান এখনো মরছে দেখো সোনালী ফসল মাঠে,

আজ ধর্মের নামে উঠছে তুফান, শ্রমিকের দেহ শীর্ণ

স্বার্থান্বেষী ভোটবাজরাই, আজ ভোট কে করেছে পণ্য,

আজ মৃত্যু নিয়ে চলছে ব্যবসা রাজনীতির মাঠে,

আর আটঘাট বেঁধে নেমেছে মিডিয়া যুদ্ধের মহড়াতে,

তাই তো এবার লড়াই হবে, পথ নেই আর দুটো,

জাগো জাগো, আজ মজুরের লড়াই গড়ে তোলো,

জাগো জাগো, আজ কিশানের লড়াই গড়ে তোলো।

জাগো জাগো, আজ মজুরের লড়াই গড়ে তোলো,

জাগো জাগো, আজ কিশানের লড়াই গড়ে তোলো।


আজ সংবিধানেও বদলে গিয়েছে সমাজতন্ত্রের মানে,

আর পাঠ্য বইতেও মৌলবাদ ঢুকে গেছে সবখানে,

ওরা পুঁজির কাছে মাথানত করে শ্রমিকের সাথে লড়ছে,

ঋণের দায়ে নিঃস্ব হয়ে কিষানরা শুধু মরছে,

সংবিধানে আগুন জ্বালায়, লড়াই জাতে জাতে

ঔদ্ধত্বের লক্ষ্য এবার আমার খাবার পাতে,ক

ওরা কোনো কিছুতেই হবেনা সফল, রবেনা ওদের চিন্হ,

দেশটা হবে স্নিগ্ধ সবুজ, সাম্যবাদের স্বপ্ন,

ওরা দেশ থেকে বিতাড়িত হবে, আজকে শপথ গড়ি

এসো ভেদাভেদ ভুলে হকের দাবীতে সকলে লড়াই করি,

জাগো জাগো, আজ মজুরের লড়াই গড়ে তোলো,

জাগো জাগো, আজ কিশানের লড়াই গড়ে তোলো।

জাগো জাগো, আজ মজুরের লড়াই গড়ে তোলো,

জাগো জাগো, আজ কিশানের লড়াই গড়ে তোলো।

 

এই ভারত বানায় কিষান-মজুর, আদানি-আম্বানি নয়,

দিন ভরে শুনি মজুরের গান, রাত্রি সকাল হয়,

আজ ধর্মের নামে উঠছে তুফান, শ্রমিকের দেহ শীর্ণ

স্বার্থান্বেষী ভোটবাজরাই, ভোট কে করেছে পণ্য,

ওরা পুঁজির কাছে মাথানত করে শ্রমিকের সাথে লড়ছে,

ঋণের দায়ে নিঃস্ব হয়ে কিষানরা শুধু মরছে,

এসো ভেদাভেদ ভুলে হকের দাবীতে সকলে লড়াই করি,

জাগো জাগো, আজ মজুরের লড়াই গড়ে তোলো,

জাগো জাগো, আজ কিশানের লড়াই গড়ে তোলো।

জাগো জাগো, আজ মজুরের লড়াই গড়ে তোলো,

জাগো জাগো, আজ কিশানের লড়াই গড়ে তোলো।


Rate this content
Log in

More bengali poem from Sankha Subhra Biswas

Similar bengali poem from Tragedy