। । কালো মেয়ে । ।
। । কালো মেয়ে । ।


প্রথম যেদিন কাল বৈশাখী দেখলাম,
কালো মেয়েটার খোলা চুল হওয়ায় উড়ল,
আমার তোমায় মনে পড়ল।
কালো মেয়েটি প্রথম যেদিন কাজল পড়ল,
কালো ঘন-মেঘ হতে অঝোর ধারা ঝরলো,
আমারও তোমায় মনে পড়ল।
যেদিন প্রথম আগমনীর সুর শুনলাম,
আর শরৎ আমায় দেখলো,
কাশ বনে লুকোচুরি খেলা কালো মেয়েটা আমায় হাত নেড়ে ডাকলো,
আমার তোমায় মনে পড়ল।
প্রথম যেদিন রাখালীয়া বাঁশি শুনলাম,
আর মেঠো গানের তালে,
সেই কালো মেয়ে নেচে উঠল,
আমার তোমায় মনে পড়ল।
যখন প্রথম শীত আমায়ে ছুঁলো,
কুয়াশার পথ পেরিয়ে,
শিশিরে পা ভিজিয়ে,
কালো মেয়েটা কামরাঙ্গার বনে ছুটলো,
আমার তোমায় মনে পড়ল।
যেদিন প্রথম আমি নিশ্চিন্তে ঘুমোলাম,
কালো মেয়েটা,
আমায় জাগিয়ে দিয়ে বললো,
আমি কালো নই - আমার রঙ টা কালো,
আমার তোমায় মনে পড়ল।
শেষ যেদিন বসন্তের পড়ন্ত রোদ,
গায়ে মাখলাম,
মুখো-মুখি আমি আর কালো মেয়ে,
আয়নাতে তাকে দেখলাম,
আবার পলাশের ফুল ধোরলো,
হলুদ পাতা ঝরলো,
আমার তোমায় মনে পড়ল।
শেষদিন তার চোখের কোনে জল দেখলাম,
গোপনে তাই সাদা মনে,
কালো প্রেম রাখলাম।
যত দূর দেখাযায়,
সে আমায় হাত নেড়ে বিদায় জানালো,
সত্তি সেদিন তোমায়, ভীষন মনে পড়ল।