তোমায় যখন মনে পড়ে
তোমায় যখন মনে পড়ে


এক শিহরণ খেলে যায় সারা শরীরে,
আপনা থেকেই ফুটে ওঠে অমোঘ হাসি!
গাল ভিজে যায় হটাৎ নয়ন ঝরা জলে,
হে বিদ্রোহী আমি তোমায় ভালোবাসি।
ইচ্ছে জাগে মনে বারেক দেখি ফিরে,
সৈন্যের যা বন্দুক সেইত রাখালের বাঁশি!
হয়তো ফারাক কিছু নেই লোহা আর বাঁশে,
নিন্দুকে বলে দুটোই সমান প্রাণ নাশি।
পরবাসে আমি, থেকে আপন নীড়ে।
কে দিল আদেশ? শোনালো মৃত্যুর বাণী!
ছিঁড়িল কারা এক বৃন্তের দুই কুসুমেরে,
ভায়ের হাতে হায়, কেনl ভায়ের ফাঁসি?
আমাকে চিনবে মানুষ হাজারের ভীড়ে
আমিই সেনা, আমিই কবি, আমিই সেই চাষি
বিপ্লব বাঁচুক দীর্ঘ যুগ যুগান্তর ধরে
হে বিদ্রোহী আমি তোমায় ভালোবাসি।