STORYMIRROR

Smarajit Datta

Action Others

4  

Smarajit Datta

Action Others

সমাজ গুরু-শিক্ষা গুরু

সমাজ গুরু-শিক্ষা গুরু

1 min
392


সমাজ গুরু-শিক্ষা গুরু

স্মরজিৎ দত্ত


ধর্মগুরু শিক্ষাগুরু 

গুরু হরেক রকম।

 তারি মাঝে শিক্ষাগুরু

 প্রনমি সেই চরণ।


 বাবা-মা জন্ম গুরু

 শিক্ষাগুরু শিক্ষক।

 শিক্ষাই জাতির মানদন্ড

 সমাজ সৃষ্টিকারক।


 সমাজের কোন শুভ বার্তা

 শিক্ষাগুরুই বাহক।

 তারাই আজ হয় তল্পিবাহক

 সমাজ করে অচল।


 এক সময়ে এই পেশা

 বাছতো না কেউ সকল।

 অল্প পয়সার সাহায্যে

 চলতো ওই শিক্ষক।


 একসময়ের সমাজ কর্তা

 নিলেন তাদের কাজে।

 শিক্ষাগুরু লাগলো তখন

 রাষ্ট্র পূজোর কাজে।


 অর্থ বেড়ে মান বেড়েছে

 গুন হারিয়েছে ততো।

 শিক্ষাগুরু আজ যেমন তেমন

 স্বতন্ত্র নয় আজ ততো।


 ক্ষুদ্র স্বার্থে এই ব্যবহার

 বন্ধ হোক আজ।

 বাচবে শিশু বাচবে সমাজ

 ফিরবে গুরুর ন্যায্য সম্মান।


Rate this content
Log in

Similar bengali poem from Action