STORYMIRROR

Paula Bhowmik

Romance Action Inspirational

4  

Paula Bhowmik

Romance Action Inspirational

ঝিঁঝিঁপোকা

ঝিঁঝিঁপোকা

1 min
414

মাঝে মাঝে নির্জনতাকেও আপন করে নিতে হয়,

জীবনের মানে খুঁজতে একটু নিরালার দরকার হয়।

কেন এই পৃথিবীতে এসেছি, কেন বেঁচে আছি !

কোনো একটা উদ্দেশ্য তো আছে নিশ্চয়ই,

শুধু কাজ করা আর খাওয়া-ঘুম, শুধু কি এটুকুই ?

না, না, এটা হতে পারে না, পারেনা হতে কিছুতেই! আছে সবার কথা ভাবা, আছে তো ভালোবাসা,

মানুষ, পশু-পাখি, গাছপালা, ছোটো পোকা মাকড়,

ফেলনা নয়, প্রকৃতির কাছে আছে ওদেরও আদর।

কিছুটা সময় যদি একদম চুপ করে থাকা যায়,

এখানে এখনও ঝিঁঝিঁ পোকাদের কনসার্ট শোনা যায়,

ওরাও এই পৃথিবীর মানুষকে কিছু বলতে চায়।

ইটের পরে ইট সাজিয়ে বছর বছর বাড়ি তৈরী হয়,

মানুষের বাড়ির দরকার, কিন্তু ওরা যায় কোথায় !

গাড়ি, বাড়ি, মানুষ - জন সবই তো চলেছে বেড়ে, 

শুধু এই কারণেই যে জঙ্গলের গাছ ও প্রনীরা মরে। 

দিনের পর দিন ওরা এক এক করে যাচ্ছে হারিয়ে,

মাঝে মধ্যে ভাবে কি আর হবে মানুষকে গান শুনিয়ে!

খুশি রয়েছে মানুষ মোবাইল আর ইন্টারনেট পেয়ে, 

অভ্যস্ত হয়েছে ট্র্যাফিকের প্যাঁ, পোঁ, ভ্যাঁ আওয়াজেই,

ঝিঁঝিঁ পোকাদের গান শোনার ওদের সময় কোথায়?

দিনে দিনে এভাবেই একদিন মানুষ ডুবে যাবে,

ঠিক যেন একেবারে সমুদ্রের শব্দের কোলাহলে,

হয়তো সেদিন উপলব্ধি করতে চাইবে _____

নির্জনতা ঠিক ঠিক কাকে বলে! 


Rate this content
Log in

Similar bengali poem from Romance