বসন্তে এক পশলা বৃষ্টি
বসন্তে এক পশলা বৃষ্টি
1 min
2.6K
বসন্তকে ছুঁয়ে গেল
এক পশলা বৃষ্টি, ভালোবেসে।
বর্ষার বৃষ্টিতে ভেজা সবুজ পাতাকে,
পলাশ আর কৃষ্ণচূড়া বলেছিল—
‘আমরাও তোমার মত বৃষ্টিতে ভিজতে চাই,
বৃষ্টির ভালোবাসা পেতে চাই।’
তাই আজ বসন্তকে ছুঁয়ে গেল
এক পশলা বৃষ্টি, ভালোবেসে।
আর নিজের ভালোবাসার ছোঁয়ায়,
রাঙিয়ে দিল পলাশ আর কৃষ্ণচূড়াকে,
প্রেমের নতুন রঙে।