সন্ধানে
সন্ধানে


আমি সেই মনের মানুষটাই খুঁজেছি
যে মানুষটা আমাকে নীরব অভিমানের আলাপে আগলে রাখবে
তাঁর চোখের দুষ্ট-মিষ্টি শাসনে যত্নে রাখবে।
অথচ এই বাস্তবতা ভরা কঠিন পৃথিবীতে
কোটি মানুষের ভীড়ে শুধু মনের মানুষের বড্ড অভাব।
তবুও ওই না ছোঁয়া অচেনা অবয়বেই হারানো আমার স্বভাব।
আমি সহস্র বছর
থাকবো নিদ্রাহীন ধ্যানমগ্ন তোমারই অপেক্ষায় শুধু
তোমার চোখে প্রেমের স্বপ্ন বোনার ব্যাকুল নেশায়।
তুমিই কি তবে আমার সেই অচেনা অপূর্ণ অবয়ব,
যার অস্তিত্বের পরশ ভোলায় আমায় সব।
তুমি কি সেই সন্ধ্যাতারার ওই ছটফটে সেই আলো!
যার অভ্যর্থনায় ষড়ঋতুরা সাজে জমকালো।
হারিয়ে যেতে অনন্তে নেই কোনো বাঁধা
সীমাহীন অন্তরঙে রঙধনুর সুপ্ত আভা।
তারই হাতছানিতে প্রেমের মশাল বোনে ভালোবাসার রঙেরা,
ধূসর আলোয় লেপ্টে ধরে আমায় তার মায়াবী সাথীরা ।
এই অজানায় চলো না আজ হারাই
তোমার বিরহে স্বপ্ন স্বর্গ সাজাই ,
তবে কেন যন্ত্রনা রবে আজো বুকে,
মাতবো দুজনে অনিন্দ্য সৃষ্টিসুখে!
উদাস যত ক্ষণে তুমি রবে মনে
খেয়ালে বেখেয়ালে রঙ-তুলিরই রণে।
ওহে ডাকো তবে একবার অনিন্দ্যতায় জড়িয়ে,
ছুটবো তবে দিগন্ত পানে তোমার পৃথিবী ভালোবাসায় রাঙিয়ে।