STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance

3  

Partha Pratim Guha Neogy

Romance

পুতুল খেলা

পুতুল খেলা

1 min
42

প্রতি মুহূর্তে ঝগড়া,

শেষ সাইত্রিশ বছর শুধু চিৎকার করে যাচ্ছি সময়ের কাছে ,

চাওয়া পাওয়ার ভিড়।


এটা নিয়মের শহর ,সময়ের মানুষ,

নাগরিক জীবন সামাজিক অধ্যায়ে লেখা হিসেবের শৃঙ্খল ,

তুমি ,আমি আর আমাদের সংসার।


দিন ফুরোলো আজ পঞ্চাশ পেরিয়েছ তুমি আর আমি ষাটের কোঠায় 

বাকিসব হিসাব মাফিক নিজেদের সাথে ব্যস্ত।

আজকাল তোমাকে দেখলে ভালোবাসার চেয়ে জাগে মায়া।


হাজারো অন্যায় করলেও মানুষটা ,হাজারো ঝগড়া করলেও মানুষটা ছেড়ে যায় নি ,

সাথে ছিল ,হয়তো হিসেবে সাথী , হয়তো সময়ের সাথী 

কিংবা ছায়া ।


পুতুল ঘরে আয়না রেখেছি আমি ,শুধু সুতোয় বাঁধা আসা যাওয়া

কাছে আসা ,দূরে যাওয়া ,আর প্রেম ফাঁসে !


তারারা নেচেছিল ,জোনাকি রাতে স্বপ্নরা জেগেছিল

তারপর অন্যমনস্কতা

হয়তো সংসারে 

ফড়িংটা মরে গেলো অসময়ের সকালের সবুজ ঘাসে।


আমার ছেলেবেলা ভিজে গেছে হিসেবে কষতে কষতে

মানুষও কেমন বুড়িয়ে গেলো ছেলে মেয়ে মানুষ করতে করতে।

পুতুলে চোখ ,পুতুলের আয়নায়

শুধু সুতো বাঁধা আমি রইলা,

হয়তো মানুষটাকেও সারা জীবন নাচালাম।


শুধু আজকেও জানতে ইচ্ছে হয়

ঠিক কি হয়েছিল আমার সাথে ,

ঠিক কি হয়েছিল মানুষটার সাথে

কেন আমরা শুধু নাচলাম পুতুল সেজে

কখনো জানতে চাইলাম না ঠিক কতটা বাঁচলাম।


শুধু পুতুলই সাজলাম

শুধু পুতুলই খেললাম

কিন্তু একটা গোটা জীবন আমরা কি করলাম?


Rate this content
Log in

Similar bengali poem from Romance