ভালো থাকার কারণ।
ভালো থাকার কারণ।
বড়ই অদ্ভুত জীবনে আমার ভালো থাকার কারণ,
তোমার এক চিলতে হাসি আমার ভালো থাকার কারন।
তোর শত ব্যস্ততার ফাঁকে আমার খোঁজ নেওয়া আমার ভালো থাকারই কারন।
আমার বোকামো জেনেও শুধরে দেওয়া আমার ভালো থাকার কারন।
জনসমুদ্রের ভিড়ে তোর আমাকে হারিয়ে ফেলার ভয়ে শক্ত করে ধরা সেটাও আমার ভালো থাকার কারন।
হতাশার মাঝে যে এতটা ভরসা দিস এটাও আমার ভালো থাকার কারন।
তুই হলি আমার সবচেয়ে বেশি ভালো থাকার কারন ।
তোর ভালো থাকাই আমার ভালো থাকার কারন আছে অন্তর্নিহিত।
তোর সকল মিষ্টি হাসিতে আমার সবটুকু ভালো থাকা প্রস্ফুটিত।