প্রেম
প্রেম


দেখেছি চক্ষে কাব্য ঝরানো প্রেম ;
বক্ষময় অনন্ত মরুতৃষা,
হৃদয়ে পূর্ণ নিকশিত শত হেম ;
করে আহ্বান জাগতিক প্রাবৃষা।
ঝঙ্কারে সুর কভুবা দীপক রাগে ;
আকাশকটাহ মেঘমল্লারে দৃপ্ত,
তাণ্ডবে তা'র কালভৈরব আগে ;
লবণ হ্রদে ইক্ষুতে সম্পৃক্ত ।
সঙ্গীতময় জীবন প্রবাহ বাহি '
ভ্রান্তিরসে ভাসাইনু তরীখানি,
প্রেমের আলোক-নির্ঝরে অবগাহি'
স্মরণে আসে বিস্মৃত গীতিবাণী।
ত্রস্তপদে ওই মরণের দ্বারে ;
গমনোদ্যত উদ্ধত কোন হরিণী,
কবিতা লিখি উদ্দেশ করি' যারে ;
কহিছে যেন আমরা আজো মরিনি।
আজিকে প্রভাতে মম মনোসংসদ ;
রচিল ধারা বিস্মরণের দ্বারে,
সঙ্গীতবাণী কবিতার বশংবদ ;
কাব্য ভরায় জীবনী অহংকারে ।