বোধোদয়
বোধোদয়
বোধোদয়
কবিতা
০১/০২/২০২৫
( বিনীত অনুরোধ একবার পড়ে দেখুন । সহযোগিতা কাম্য )
এমনই অবোধ আমি অনাদরও বুঝি না ;
পাতার মর্মর ধ্বনি কে বা করে গ্রাহ্য ,
জীবন উপান্তে বসে আর কিছু খুঁজি না ;
চাওয়া পাওয়া একাকার - সব গৌন বাহ্য ।
এমনই আহাম্মক যে অবহেলাও বোঝে না ;
সবে তো কলির সন্ধ্যে ; রাত পুরো বাকি ,
হয়তো বা তাই আর প্রত্যূষাও খোঁজে না ;
থোড়, বড়ি, খাড়া তাই উল্টেপাল্টে রাখি ।
জানি আর বুঝি বলেই সয়ে যাই শুধু ;
যখন ছিলাম দামী , ছিলাম সহজলভ্য ,
হয়তো বা সে' কারণেই মাঠ এখন ধু ধু ;
বিলিতি বোতল এখন খাঁটি দেশী গব্য ।
আমি না ভীষণ বোকা ! দেখি আর হাসি ;
বিছানায় বসে ওই আকাশটাকে দেখি ,
আকাশও এখন দেখি হয়ে গেছে বাসি ;
দিবাকর, শশী, তারার নয়া নাম লেখি ।
মুর্খের অশেষ দোষ ; আমারও তো তাই ,
অভিমানী বুকখানা আরও কঠিন হয় ,
এ' ছাড়া আমার আর কোন গুন নাই ;
মুখখানি পাঁচ হলেও চোখ সাত নয় ।
দোষ কারও নয় - নয় তোমার আমার ;
কর্তার ইচ্ছায় কর্ম; সবই কর্মের ফল ,
দায় কা'র ? আগুন না কি তপ্ত ধামার ;
বিছানে দুই পা মেলে ভাবি অবিরল ।
*********************************
