STORYMIRROR

Nityananda Banerjee

Comedy Classics Inspirational

3  

Nityananda Banerjee

Comedy Classics Inspirational

অবশেষে প্রেম

অবশেষে প্রেম

1 min
41


এখানে মনের সুখে খেলা করে গাছ ;

এখানে তনের সুখে আগুনের আঁচ -

খাণ্ডব দহন করে বিজয়ার বিষাদ বেলায়,

এখানে তোমার প্রেম একেলাই আমারে খেলায় ।

সবুজ পাতায় পড়ে দুপুরের রোদ ;

যেন প্রকৃতির বুকে সৌরীয় মহাপ্রতিশোধ ,

জেগে ওঠে রুদ্রের কটাক্ষ হানায় ;

অবশেষে প্রেম এসে বৈকালিক শুভেচ্ছা জানায় ।

অতন্দ্র গিরির চোখে কমনীয় শীতলতা ভাসে ;

ধ্রুবতারা হয়ে ফোটে বিশ্বের অখণ্ড আকাশে ,

উৎসেচকের ভারে ফুলে ফেঁপে হয় যেন ঢোল ;

সাগরের লবণ বারি তীরে যার মহা কলরোল,

অবশেষে প্রেম এসে করজোড়ে করে নিবেদন,

আমাদের ভালোবাসা জল তোড়ে করে গরজন -

একান্তে আঁধার কুঞ্জে মনোপাখী গেয়ে ওঠে গান ,

এ তোমার মানবতা ; মহাজীবনেরই অবদান ।

কখনো ক্রৌঞ্চ ক্রোড়ে ক্রৌঞ্চীগণ করিছে রোদন,

এক মুঠো ভালোবাসা পুষ্পের অকাল বোধন ,

প্রেমের যমুনা নীরে আঁখি দ্বয় ভাসে অবিরল -

মানসীর প্রেম বুঝি মানসের সুরভী কমল ;

কখনো নিদ্রা ভারে , কখনো বা নিশি জাগরণে ;

অবশেষে প্রেম এসে ভেসে যায় পুষ্পিত কাননে ।



Rate this content
Log in

Similar bengali poem from Comedy