বাংলা ভালোই আসে
বাংলা ভালোই আসে


সেদিন কবিসম্মেলনে একটা কবিতা শোনালাম-
" রোদ্দুরে আলপিন গুঁজে স্যাটেলাইট
আমার বক্সে এনে দিলো অমাবস্যা ;
তুমি আলেয়ার পোস্ত টক সেগুনকাঠে পুড়িয়ে
চানাচুরের হাইড্রোজেন রকেট ওড়ালে ।
কাবলিছোলা বল্লমে আটকে পিরানহার মুখে ,
বিজলী গীতাঞ্জলি ছত্রিশগড়ের গ্রামে ;
আমি নৌকোর গায়ে ব্যাগাডুলি খেলে
ধোপার কাপড়ে জ্যোতিষ্ক পুরে দিলাম । "
বাপরে সে কি হাততালি !
প্রৌঢ় কবিদের করমর্দন , ওয়েলকাম ইত্যাদি ।
কিন্তু আজব সেদিনকে কলেজের একটা অনুষ্ঠানে
বলতে গেলুম , পাবলিক ঢিল ছুঁড়লো ;
বৃদ্ধাশ্রমে পাঠ করতে গেলাম
একজনের বুকে লাগলো প্রবল ব্যাথা ,
পাড়ার পুজোয় করতে গিয়ে হলো শেষ সর্বনাশ ,
লোকে মঞ্চ থেকে মাঝপথে নামিয়ে
নমস্কার করে বিদায় করে দিলো ,
কে জানে কেন , কেউ কি বোঝে না
নতুন কবিদের নব নব কাব্য ?
আমার তো বাংলা ভালোই আসে ,
জোরে বেগ এলেই পাতার পর পাতা
ভরিয়ে দিতে হয় , কবিসমাজ তো " আহা " করে ,
সাধারণে কেন যে শুধু " মাঃ মাঃ " করে ?
কে জানে ?