STORYMIRROR

Dola Bhattacharyya

Comedy Children

3  

Dola Bhattacharyya

Comedy Children

চশমা

চশমা

1 min
254


বয়স হলো, বৃদ্ধ হলাম, 

চোখে তে কম দেখি। 

চশমা ছাড়া চলছে না আর, 

বৌমা বলে, সে কি? 

ছেলে বলে, আমার সাথে 

কালই যাবে তুমি, 

চোখ দেখিয়ে আসতে হবে, 

অন্যথা না শুনি। 

দুইটি চোখের দৃষ্টি আগে 

ঝাপসা ছিল মেঘে 

বিশ্ব দেখি এখন আমি 

চশমা তে চোখ ঢেকে।


Rate this content
Log in

Similar bengali poem from Comedy