STORYMIRROR

Dola Bhattacharyya

Others

4  

Dola Bhattacharyya

Others

ছড়া গালভরা

ছড়া গালভরা

1 min
399


দোলা ভট্টাচার্য্য


চলতে চলতে থামি 

বড্ডই কুঁড়ে আমি 

মাঝে মাঝে ঢুকে পড়ি গর্তে 

উঁকি যদি মারে কেউ 

পেছনেতে লাগে ফেউ 

বিষ চুমু দিই বিনা শর্তে 

গলাটি ফুলিয়ে যদি 

করে কেউ গলাবাজি 

গলা টিপে করি তার শ্বাস রোধ 

আকালেতে মরি বাঁচি 

পুচ্ছ দুলিয়ে নাচি 

কিছু নেই ন্যায় আর নীতি বোধ 

কিছু নেই নেই কিছু 

তবু তো রয়েছে কিছু 

উৎসব এলো ওই দুয়ারে 

ফুর্তি ও উল্লাসে 

বেঁধে রাখি নাগপাশে 

আহা সবে অবধ্য চুহা রে


Rate this content
Log in