STORYMIRROR

Dola Bhattacharyya

Abstract Others

3  

Dola Bhattacharyya

Abstract Others

চৈত্র শেষের কাব্য

চৈত্র শেষের কাব্য

1 min
7


বিদায়বেলায় বন্ধু আরও কিছু দিয়ে যাও। 

চৈতি পবনে আজ বিদায়ের সুর উঠেছে বাজি ।

কথা দাও, আসবে তো ফিরে 

আগামী বছরে, শীতের দিন হলে শেষ? 

তখন যদি নাই থাকি আমি! 

কাকে দেবে সেই রঙিন দিনের স্বরলিপি! 

কাকে দেবে মুঠো মুঠো ফুল! 

আর সুগন্ধি মৃদু বায়! 

ওই শোনো, শুরু হল গাজনের গান, 

চড়কতলায় বসেছে খুশিয়ালি মেলা, 

কত বিকিকিনি চলে মানুষে মানুষে. 

চলে আনন্দের আদানপ্রদান ।

চৈত্রের শেষদিনে বন্ধু —

খুশির ঝাঁপিটা দিয়ে গেলে উজার করে, 

হাসি আর গানে গানে ভরা থাক এই দিন। 

নব বৈশাখে —

নতুন দিনেতে, নতুন ছন্দে গাঁথব কাব্যমালা.

 গাইব নতুন গান নতুনের সুরে।

আগামীর পথ হোক না সুগম আরও, 

কাব্য হোক আরও ছন্দময় ।

আগামী বছরে যদি নাই থাকি আমি —

তবু তুমি এসো। হাসি আর গানে. 

 সুরে ও ছন্দে মাতিয়ে তুলো সবাকার মন ।

ফাগুনের রঙে রঙে রাঙিও সবারে ।

শেষ দিনটিতে এটুকু আশা আর আশ্বাস 

দিয়ে যাও বন্ধু । কিছু আমি চাই না গো আর।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract