STORYMIRROR

Dola Bhattacharyya

Abstract Inspirational Others

3  

Dola Bhattacharyya

Abstract Inspirational Others

লেবেল ক্রশিং

লেবেল ক্রশিং

1 min
5


আজও এসেছি আমি সেই জায়গাটায়, 

যেখান থেকে আলাদা হয়ে গিয়েছিলাম আমরা। 

দুজনার পথ দু-দিকে  

ভাগ হয়ে গিয়েছিল সেইদিন । 

আজ আমি রয়েছি 

এক ঝলমলে আলোর জগতে। আর তুই! 

জানি না কোথায় আছিস আজ। 

সাহসের অভাবে সেদিন ছেড়ে যাচ্ছিলাম সবকিছু, 

ছেড়ে যেতে চেয়েছিলাম সকলকে, 

স্বার্থপরের মতোই। 

 তাই এসেছিলাম এইখানে, রাতের অন্ধকারে। 

খোলা লেবেল ক্রশিংকে সাক্ষী রেখে 

সহজ সিদ্ধান্ত নিয়েছিলাম—

যদি বাঁচতে হয়, বাঁচব তবে তোর সাথে। 

 আমার ভুবনে ছিলি তুই, শুধুই তুই ।

একা দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম সেদিন। 

অবশেষে প্রতীক্ষার হয়েছিল অবসান। 

অন্ধকারের মধ্যে সহসা ফুটে উঠেছিল 

হেডলাইটের তীব্র আলো। 

ঘন কুয়াশার আবরণ ছিঁড়ে

ছুটে এসেছিল সেই লৌহ দানব, গলগল করে কালো ধোঁয়ার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে। 

আগুনের ফুলকিগুলো নিদারুণ ভয়ের ফুল ফুটিয়ে ছিটকে পড়ছিল চারিদিকে । 

ভাবার আর সময় ছিল না আমার । 

ফেরারও ছিল না পথ। তবু তো এসেছিলাম ফিরে। 

শেষ মুহূর্তে মনে হয়েছিল —

কেন চলে যাব আমি! 

আমার জন্য তো সকলেই আছে। 

নাই বা থাকলি তুই আমার জীবনে! 

নাই বা বাসলি আমায় ভালো! 

ভালোবাসা সবার জন্য নয়। 

কিন্তু এই পৃথিবীর আলো, বাতাস 

রয়েছে তো সবার জন্য। তাই শেষ মুহূর্তে, 

বেঁচে থাকার প্রবল বাসনায়, ছিটকে 

সরে এসেছিলাম লাইন থেকে অনেকটা দূরে। 

ব্যর্থ আক্রোশে গর্জন করতে করতে 

চলে গিয়েছিল লৌহদানব। 

আমি আবার ফিরে ছিলাম আলোর জগতে। 

অন্ধকারে পড়েছিল একা, সেই লেবেল ক্রশিং। 

আজ তাই আবার এসেছি এখানে 

দিনের আলোয়। 

দেখতে এসেছি সেই লেবেল ক্রশিংকে ।

একটা ভুল সিদ্ধান্তকে নড়িয়ে দিয়ে 

যে আমাকে ফিরিয়েছিল আলোর জগতে ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract