স্রোতের আগে ছুটছে পানা
স্রোতের আগে ছুটছে পানা


আমি তোমায় তখন ডাকি ,
যখন নিজের মতোন থাকি ।
করতাম প্রতিদিন চণ্ডীপাঠ ,
করতে গেলাম নিজের ঠাট ,
যেদিন থেকে হলাম ঢাকী ।
বিদ্যা নেই তবু আছে বই ,
কেবল হুজুগ আর হইচই ,
শাঁখ ফুঁকে যাই করি গোল ,
বাজাই যতই ঢাক ঢোল ,
হৃদয় মন্দিরেতে মাধব কই ?
ফুলের কুঁড়ি ফোটবার আগে ,
শিশির রাতে লুকিয়ে জাগে ,
মৌমাছিদের নেইকো দেখা ,
বৃথাই গর্ব আমার একা একা ,
শুধু ভাবি কেমন দেখতে লাগে ?
স্রোতের আগে ছুটছে পানা ,
ভাবতে আমার নেইকো মানা ,
কিন্তু অন্তরের যিনি অন্তর্যামী ,
জানে আমি কতো অধোগামী ,
চোখ থাকতেও সাজি কানা !