STORYMIRROR

Prosenjit Chattterji

Inspirational

3  

Prosenjit Chattterji

Inspirational

হাতি আর পিঁপড়ে

হাতি আর পিঁপড়ে

1 min
871

জঙ্গলেতে লাগলো দাবানল 

জ্বললো একটা গাছের গোড়া

পিঁপড়ের চোখে এলো জল

ভাবলো সে তার কপাল পোড়া


সে করলো এক হাতিকে বিনতি 

আমায় রক্ষা করো দাদাভাই 

দাদাভাই মেনে তার মিনতি

পিঁপড়েকে বাঁচালো সেদিন তাই


গাছের ডাল তার শুঁড়ের টানে

ভেঙ্গে পড়লো হুরমুড়িয়ে

হাতি বললো তখন অভিমানে

যা পালা এখন সুরসুরিয়ে


পিঁপড়ে দাদাভাইকে বললো

বিপদ হলে জানিও আমায় 

হাতি তাতে খুব হেসেই চললো

হাতির সে হাসি কেইবা থামায়  


তার অনেক দিন পরে হাতির

মাথার ভেতর ফাটলো ফোড়া  

তাকে কেউ করলোনা খাতির

ভাবলো যে তার কপাল পোড়া 


মাথার ভেতরে পোকা ধরলো

হাতির যন্ত্রণা হলো ভারী 

সবাই ভাবলো হাতি মরলো 

পিঁপড়েরা শুঁড়ে দিল সারি


এক এক করে পোকা মেরে

পিঁপড়েরা হাতির ফেরালো প্রাণ 

শেষে হাতি বাঁচলো হাঁফ ছেড়ে 

ওরা করলো হাতির পরিত্রাণ 


হাতির কাজে পিঁপড়ে লাগে

পিঁপড়ের কাজেও তেমন হাতি

তাইতো পিঁপড়েগুলোর আগে

হাতি ফোলায় নাকো বুকের ছাতি


(দ্রষ্টব্য:

ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের গল্পকে কবিতা করে লিখেছি)


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational