সভ্যতার অগ্রগতি!!!
সভ্যতার অগ্রগতি!!!


কিছু মুহূর্তে এক যুগ পিছিয়ে পড়ি,
কেটে যায় তখন ব্যর্থতার আপশোসে।
নতুন করে আবার এক সভ্যতা গড়ি,
সেই সভ্যতাও দেখি একদিন পড়ে ধসে।
ভাঙ্গা গড়ার অমোঘ নিয়মে আর শর্তে,
অতীতের ইতিহাস যখন যায় হারিয়ে,
জীবন আর মরণের শত সহস্র আবর্তে,
সে সভ্যতা কারেই বা যায় ছাড়িয়ে!
মানবসভ্যতার অগ্রগতির দামামা বাজে,
সে তো হারানো ইতিহাসের পুনরাবৃত্তি মাত্র।
শহরবাসী চলো আমরা মুখ লুকাই লাজে,
মহাকালের কাছে আমরা সব করুণার পাত্র।