সমুদ্র সৈকতে প্রেম
সমুদ্র সৈকতে প্রেম
সমুদ্র সৈকতে প্রেম,
সকল হিসাব করা শর্তে।
তুমি বোঝো যোগোক্ষেম,
আমি পরী খুঁজি মর্ত্যে।
সমুদ্র সৈকতে ঘুরি,
তোমার হাতে রেখে হাত।
কে কার করে মন চুরি?
আজ যে পূর্ণিমা রাত।
হঠাৎ সে প্রেম গেলো ডুবে,
পড়ে চোরাবালির গর্তে।
দেখি সূর্য তখন উঠছে পুবে,
মায়াবী রাতের পরিবর্তে।