মহামারী না যুদ্ধ ?
মহামারী না যুদ্ধ ?


মহামারী হয়েছে আজ রোগ,
সবার খাতায় দেখছি বিয়োগ।
জীবাণুতে জীবাণুতে করে রমণ,
মানুষে মানুষে বাড়ে সংক্রমণ।
শবের প্রায় স্থান নেই কবরে,
তারা তবু ক্ষুব্ধ হয় লগ্নির খবরে।
অসময় তারা করে বিনিয়োগ,
সুযোগ বুঝে করতে চায় যোগ।
কেউ কেউ তাই বলছে এটা যুদ্ধ,
নয়তো তারা কেন হলো প্রলুব্ধ?
যারা প্রথম এই ব্যাধির শিকার,
এ নিশ্চয় তাদের কপট বিকার।