আজব হেঁয়ালি
আজব হেঁয়ালি


পোশাকের আড়ালে কখনো বাবু হয়ে আমি মগ্ন।
সেই পোশাক হারালে আবার হই অসভ্য অর্ধনগ্ন।
উপাধির আস্তরণের স্তরভেদে হয় কত রকমের পোশাক পরন।
বদলায় আমার নাম, গোত্র, জাতি থেকে চলন, বলন, ধরন।
ব্যক্তিত্ব থেকে পরিচিতি কখনো প্রকৃত স্বাতন্ত্র্য হারায়।
কখনো অহমিকা আর ঔদ্ধত্য সকল সীমারেখা ছাড়ায়।
যেন ব্যক্তিত্বের বিপর্যয় আর আত্মপরিচয়ের অভাবে,
মানুষ প্রতিনিয়ত হারিয়ে যায় উপাধির এই স্বভাবে।
ছদ্মবেশী পোষাকে দেখে তোমার আমায় ছদ্মনামে সম্বোধন।
একি তোমার চোখের ভুল না কি এ আমার নিজেকে সম্মোহন?
উপাধির আবরণের তলায় চাপা পড়ে গেছে আমার সত্তা।
অথচ তারই আস্তরণে আমি কেন তবে খুঁজছি নিরাপত্তা?