STORYMIRROR

Prosenjit Chattterji

Abstract Others

2  

Prosenjit Chattterji

Abstract Others

শুভযাত্রা

শুভযাত্রা

1 min
445

উত্তর মেরুতে তোমার প্রসাদ খাবো,

দক্ষিণ মেরুতে পাবো বাসস্থান।

আন্টার্টিকায় আমি উষ্ণতা পাবো,

মরুভূমিতে করবো গঙ্গাস্নান।


শূন্যে শূন্যে যতই হোক ছয়লাপ,

মাটি যদি কখনো যায় সরে সরে,

আমি কখনো নেবোনাকো চাপ,

বেপরোয়া থাকবো একের জোরে।


আমার বিশ্বাস শুধু তোমার প্রতি,

নিপাট সরল আমি সাদাসিধা।

তুমি মারলে পরে সেটাই সদ্গতি,

আমার হবে নাকো মরতে দ্বিধা।


টল অটলের ছাড়িয়ে মাত্রা,

বিশ্বাস খোঁটায় আছে সকল বাঁধা।

তোমার নামে আমার শুভযাত্রা,

কাটতে বাধ্য যতো জটিল বাধা।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract