Prosenjit Chattterji

Abstract

5.0  

Prosenjit Chattterji

Abstract

ছন্দপতন

ছন্দপতন

1 min
429


কাগজের সেই ফুল,

তাতে অল্প আতর।

ভুল করে ছুঁয়ে দেখি,  

নয় তো সপর্শকাতর।


শোলার একটি আতা, 

সেদিন খেতে গিয়ে দেখি।

এতো সত্য নয় একটু ও,

অতি মিথ্যে, এ যে মেকি!


উদ্দীপনা সত্য হলেও, 

অতি মিথ্যে প্রমাণপত্রে।

আমার ভাবের ছন্দপতন, 

ভুল শোধরাই প্রতি ছত্রে।


Rate this content
Log in