মুক্তির মাঠে
মুক্তির মাঠে
জানি তোমার ভালবাসা কার সঙ্গে,
তাই তোমায় করি না তো ধাওয়া।
সেই ঝড়ো বাতাস বইছে অঙ্গে অঙ্গে,
তাই তোমায় তোমার মতোন পাওয়া।
তোমার সুরে সুর মিলিয়ে আমার,
আজ তোমার মতোন করে গাওয়া।
তোমার সময় আছে কোথায় থামার?
তাই কেন বৃথা পিছনপানে চাওয়া।
তোমার ওপর ভুলেও রাখি নাকো,
আমার কোনো রকম দাবী দাওয়া।
সবার সঙ্গে যুক্ত হয়েও এমনি থাকো,
যেমন করে সদাই মুক্ত থাকে হাওয়া।