ভালোবাসার সিংহদ্বার
ভালোবাসার সিংহদ্বার
ভালোবাসার সিংহদ্বার তুমি
কল্পনার তিলোত্তমা নগরীর মতো
বসন্তের হলুদ ফাগুনের শাড়ি পড়ে তুমি আসলে আমার সীমানার বসত বাড়িতে।
নীল গোধূলি বেলায় চিলের উড়ে যাওয়া
কিংবা ভালোবাসার প্যারিস শহর
সবই আমার হৃদয়ে দাগ কাটলো গভীর ভাবে।
তারপর কত রাত্রি ধরে আমাদের হ'ল পরিচয়
সেখানে তুমি ধ্রুবতারার মহাপৃথিবী প্রেয়সী
আর আমি একমাএ সামান্য যুবক।
কত রক্তের বিনিময়ে অর্জিত প্রেম
শহরের ব্যস্ত রাজপথে হাবুডুবু খাচ্ছে কত মিথ্যা প্রেম ,সেসব প্রেম জীবিত নয়
সবই মিথ্যার অভিনয়।