প্রকৃতির গান - ২
প্রকৃতির গান - ২
ভোরের আলো নেমে আসে নদীর বুকে
মাঠের ঘাসে শিশিরের নরম ঠান্ডা ঘ্রাণ
দিগন্তে জেগে ওঠে পাখির ডানা
সূর্য উঠে ধীরে ধীরে পাহাড়ের পাথুরে কোল থেকে
বটগাছের ছায়ায় বসে আছে এক নিরব দুপুর
গরুর পাল ঘুরে বেড়ায় ধানক্ষেতে
বাতাসে মিশে যায় গাছের পাতার মৃদু সুর
একটা মেঘ আস্তে আস্তে ভেসে যায় পশ্চিম আকাশে
নদী বলে চলে অনন্ত কথা
তার স্রোতের ভেতর লুকানো হাজার গল্প
মাছরাঙা ঝাঁপিয়ে পড়ে জলে
আর ঢেউ গেয়ে ওঠে চিরন্তন সংগীত
বিকেলের রোদ গড়িয়ে পড়ে বনের গায়ে
ঝাউপাতা দোলে সময়ের ছন্দে
মাঠে ফিরে আসে কৃষকের ছায়া
তার চোখে মিশে আছে মাটির শান্তি
সন্ধ্যা নামে পাখির ডাকে
আকাশে জ্বলে ওঠে একে একে তারা
চাঁদ ওঠে ধীরে ধীরে নদীর জলে
পৃথিবী ঘুমিয়ে পড়ে নরম নীল অন্ধকারে
তবু বাতাস বলে যায়
জীবন মানে এই চলা
আলো অন্ধকার নদী বন ফুল পাখি
সব একসাথে মিশে থাকা ।।
