নির্যাস- তীর্থ
নির্যাস- তীর্থ
নিসর্গ-বীণার হিমেল তারে
আদিম সুরের ঝংকার জাগে
আকাশের নীলিমা-ডোরে
সৃষ্টির প্রথম আভাষ লাগে।
উচ্ছ্বল আলোর কণা
ছড়ায় আলোকময় বার্তা
নির্যাস-তীর্থে ডুব দিয়ে
খুঁজে ফিরি জীবনের স্বার্থকতা।
অবিনশ্বর এই পথে
ছায়াপথ করে উঁকিঝুঁকি।
সময় তবুও নিঃশব্দে
নিয়ে যায় দূরাভাষী মুখে।
স্বপ্নেরা তাই সহজিয়া
তবুও সেথায় জ্যোতির্বিদ আলো
হৃদয় মাঝে উন্মোচিত
এ কেমন নিরালা ভালো !!
