STORYMIRROR

Abhijit Halder

Fantasy Inspirational Others

4  

Abhijit Halder

Fantasy Inspirational Others

তুমি কি আর একবার ফিরে আসবে?

তুমি কি আর একবার ফিরে আসবে?

1 min
13

তুমি কি আর একবার ফিরে আসবে
একটিবার হাত ছুঁয়ে বলবে ভুল হয়ে গেছে ?
এই দীর্ঘ পথ আমি হাঁটছি একা
তুমি নেই পাশে শুধু আছে অপেক্ষার রেশ।

রাত নামে এখনো ঠিক আগের মতো
তবে তারা গোনার সময় তোমায় পাই না।
চোখ ভেজে, ঘুমের পাখি জেগে থাকে 
তোমার নামে একেকটা কান্না নামিয়ে রাখি।

যে কথা তুমি শুনলে না সেদিন
আজও বুকের গভীরে চিৎকার করে বাজে—
আমি ভালোবাসতাম তোমায়, সত্যি ভালোবাসতাম !
তুমি কি একবারও বিশ্বাস করতে পারো ?

তুমি চলে যাওয়ার দিনটা
আজও আমি মনে রাখি নির্ভুল হিসেবের মতো।
তারিখ, সময়, এমনকি কি পরেছিলে তুমি—
সব আঁকা আছে আমার ভিতর।

তোমার অভিমানের প্রতিটা কারণ খুঁজেছি আমি
তোমার মৌনতার পিছনে নিজেকে দোষী ভাবি।
তুমি যখন বললে, তুই বুঝিস না
আমি ঠিক তখনই ভেঙে পড়েছিলাম ভেতরে।

জানো? তুমি না থাকা মানে শুধু একা থাকা নয়
এটা একরকম বেঁচে থেকে ধ্বংস হওয়া।
আমি জেগে থাকি এখনো
শুধু যদি কোনোদিন ফিরতে চাও !

একটা চিঠি রেখেছি এখনো লেখা হয়নি
তোমার নামে, আমার না বলা কথায় ভরা।
প্রতিদিন ভাবি— কাল হয়তো পাঠাবো,
তারপর ভয়ে ছিঁড়ে ফেলি — যদি ভুল বোঝো আবার!

তুমি কি জানো, কতটা ভালোবেসেছিলাম?
শুধু হৃদয় নয়, আমি তোমার হাসিকেও ভালোবেসেছিলাম।
তোমার চোখে জল এলে
আমার ভেতরটা কাঁদত শব্দহীন কাঁপনে।

তোমার মুখে আরেকজনের নাম শুনে
আমি চুপ থেকেছিলাম — কারণ তুমিই সুখে থাকো!
নিজেকে হারিয়ে, তোমায় রেখে গেছি শান্তির আকাশে
অথচ আমার আকাশ এখনও কালো।

তুমি কি কখনও পেছন ফিরে দেখো?
এই শহরের কোন কোণায় আমি বসে থাকি তোমার অপেক্ষায়?
যদি কখনো ফিরতে চাও —
এই হৃদয়টা জানো, আজও তুমিই তার নামধারী।।





Rate this content
Log in

Similar bengali poem from Fantasy