STORYMIRROR

Abhijit Halder

Classics Fantasy

5  

Abhijit Halder

Classics Fantasy

কলিকাতা

কলিকাতা

1 min
2.8K


নাম তার কলকাতা 

হয়তো যেন কলির কলকাতা।

বড়ো বড়ো অট্টালিকা সব মাথা উঁচু করে দাঁড়িয়ে

প্রাচীরের দেওয়ালে দেওয়ালে।

ফু দিয়ে উড়িয়ে চিঠি

হাতে আসে দিনে রাতে।

এটা হচ্ছেটা কি দিনদুপুরে

চুরি নাকি ডাকাতি বুঝবে তাহা কে !

দেখে দেখে মানুষ শেখে

মুখের থেকে কথা

আমরা প্রাণী শহরও প্রাণী

কেননা শহরের ও প্রাণ আছে

আমরা বুঝবো না তো বুঝবে কারা !

হাতি বোঝে চড়ুইয়ের চালাকি

বিড়াল বোঝে ইঁদুর কে

আমরা বুঝিনা সমাজকে

তবুও সমাজ বোঝে মানুষকে।


এ যেন কলের কলকাতা

তিলোত্তমা নগরীর দ্বার

এপারে রাম ওপারেতে রাবন 

সীতা আছে কোথায়!

হাসিমুখে মারামারি সব

কিবা ন্যায় অন্যায়

এ সমাজে মানুষকে বোঝা খুবই কঠিন!

গোলাপ এতদিনও জানতে পারেনি প্রেমের গভীরতা

ভালোবাসা বা কারে কয়।



Rate this content
Log in

Similar bengali poem from Classics